জাপা নেতা ও নজরুল ইসলামের গণসংযোগ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

জাপা নেতা ও নজরুল ইসলামের গণসংযোগ

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল গত শুক্রবার (৪ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজার, মধ্যবাজার, পূর্ব বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আসন্ন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে লাঙ্গলের সমর্থনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুলের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের উপদেষ্টা, সিলেট জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মালিক খান, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাওলানা মুফতি আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশীর, বিশিষ্ট কমিউনিটি নেতা ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল ইসলাম আলেক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলু মিয়া, সহ সভাপতি জাহেদুল ইসলাম সানা, মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল মিয়া, জাপা নেতা কামাল মিয়া, বালাগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি শাহজাহান ইসলাম সাগর, দেওয়ান বাজার ইউনিয়ন যুব সংগতির সভাপতি মনসুর আলী, জাপা নেতা আনু মিয়া, কুদ্দুস আলী, আব্দুল বালী, আব্দুল করিম, মো. তৈমুছ আলী, মো. চুনু মিয়া, মো. জাহেদুল ইসলাম, দারা মিয়া, জালাল মিয়া, লাভলু মিয়া, আশিক মিয়া, আজমান আলী, শাহীন মিয়া, জুনেদ মিয়া, আব্দুল আহাদ, সিরাজ জায়গীরদার, বাচ্চু মিয়া, ইব্রাহিম আলী, জুবেদ মিয়া প্রমুখ।

বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ