পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের দরিদ্রদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের দরিদ্রদের মাঝে চেক বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন-এর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উপহার স্বরূপ চেক বিতরণ অনুষ্ঠান রোববার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক কাজী এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উপহারের এই চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্তসামাজিক উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমি সিলেটের একজন প্রতিনিধি হিসেবে এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার লক্ষেই এই মহামারি সময়ে দারিদ্র পীড়িত মানুষের মধ্যে সামান্য সংখ্যক আর্থিক উপহার প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানা বেগম, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেনা আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ডিএস/পিএম

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ