প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

ডায়ালসিলেট::

সিলেট নগরী থেকে ২০পিস ইয়াবাসহ শেখ মো. জীবন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজার থেকে তাকে গ্রেফতার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত জীবন হবিগঞ্জের সদর উপজেলার পৈল এলাকার মৃত শেখ মো. সাজিদ আলীর ছেলে। বর্তমানে আম্বরখানার গোয়াইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তিনি।

জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে বন্দরবাজার জেল রোড পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন থেকে নগরীর কাষ্টঘর এলাকা থেকে পাইকারী ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে  বিক্রয় করে থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় ৫টি মামলা রয়েছে বলে জানায় সিলেট মেট্টোপলিটন পুলিশ।

এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ