সিলেটে এক মিনিটের ব্যবধানে ২ দফা ভূমিকম্প

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

সিলেটে এক মিনিটের ব্যবধানে ২ দফা ভূমিকম্প

ডায়ালসিলেট ডেস্ক ::

সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রথমবার অনুভূত হয়। এর এক মিনিট পর ৬টা ২৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়। সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্যদিকে বড় আকারের ভূমিকম্পের সম্বাবনা রয়েছে সিলেটে G

প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে শিলংয়ে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

এর আগে গত ২৯ মে দফায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ওইদিন সকাল থেকে অন্তত পাঁচবার ভূকম্পন অনুভূত হয়।

ওইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা, বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার আবার বেলা ২ টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত। বিজ্ঞপ্তি

ডিএস/পিএম

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ