শাহজালাল মাজারে এবারও ওরস হবে না

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

শাহজালাল মাজারে এবারও ওরস হবে না

ডায়ালসিলেট ::শাহজালাল (র.)-এর ৭০২তম বার্ষিক ওরস এবার হচ্ছে না। সিলেটসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতবারের মতো এবারও ওরস স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ।

শনিবার (১২ জুন) দুপুরে শাহজালাল (রহ.) এর দরগাহ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর ফলে এ বছর ১ ও ২ জুলাই দু’দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.) এর ৭০২ তম ওরস গত বছরের ন্যায় উদযাপিত হচ্ছে না। তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান আমান।

এসময় উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ