ডায়ালসিলেট ডেস্ক:ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিচার শুরু হয়েছে মিয়ানমারে। গত নভেম্বরে জাতীয় নির্বাচনের প্রচার চালানোর সময় করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার দায়ে গতকাল থেকে বিচারের মুখোমুখি হয়েছেন ৭৫ বছর বয়সি সু চি।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে উস্কানি দেয়ার অভিযোগ, সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ ও ইয়াংগনের সাবেক মুখমন্ত্রীর কাছে থেকে ছয় লাখ ডলার ও ১১ দশমিক চার কেজি সোনা ঘুষ গ্রহণের অভিযোগও আছে সু চির।

সু চি’র আইনজীবীরা দাবি করেছেন সু চি কোনো অন্যায় করেননি। তার প্রধান আইনজীবী খিন ময়ুং জ সর্বশেষ ওই দুর্নীতির অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, সোমবার গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীরা দেশটির প্রধান শহর ইয়াংগনের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে। সূত্র : রয়টার্স, লাসভেগাস সান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *