ডায়ালসিলেট ডেস্ক::

বিয়ানীবাজারে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মিনহাজ আহমদ (১৯) কানাইঘাট উপজেলার তেরাফ মিয়ার ছেলে এবং শফিকুর রহমান (২০) একই উপজেলার দনা গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।
পুলিশি সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই রুমেন আহমদ, এসআই নিয়াজ মোর্শেদ আবীর, এএসআই রতন মিয়া সহ একদল পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি পরিমান গাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার উপজেলা মাদক মুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *