প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক:পরীমনির কান্ডে সম্প্রতি দেশের আলোচনা সমালোচনার পর এবার ভারতেও ঝড় তুলেছে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো। দৈনিক আনন্দবাজার পত্রিকা এই সময়, কলকাতা ২৭, , হিন্দুস্তান টাইমস, জি ২৪ ঘণ্টাসহ দেশটির প্রায় সংবাপত্রগুলোতেই স্থান করে নিয়েছে পরীমনি ইস্যু। দেশের সংবাদমাধ্যমগুলোর মতো ভারতের সংবাদমাধ্যমেও গুরুত্বসহকারে প্রকাশ করা হচ্ছে পরীমনির বিষয়টি।
আনন্দবাজার পত্রিকা পরীমনির ইস্যু নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ফেসবুকে পোস্ট দেওয়ার পরপরই । প্রকাশিত প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা লিখে, ‘বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম থেকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।সেখানেও দেখা যাচ্ছে, ঘটনাটি বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তিনি জানান, ঘটনাটি ঘটেছে ঢাকার একটি অভিজাত ক্লাবে। অভিযুক্তকে পরী ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি তার।
হিন্দুস্তান টাইমস পরীমনিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে । প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে পরীমনির দেওয়া সেই স্ট্যাটাসটি উপজীব্য করে প্রতিবেদন ছাপায় তারা।‘খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে’, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অভিনেত্রী পরীমনির।’লেখে গণমাধ্যমটি।
‘পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ! ফের শোরগোল নায়িকাকে ঘিরে।’ লিখে, ১৭ জুন তারা আবার প্রতিবেদন ছাপায়।
ডায়ালসিলেট/s.h.t.
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech