তিন দিনব্যাপী তুরস্কের আলোচনাসভা শুরু

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

তিন দিনব্যাপী তুরস্কের আলোচনাসভা শুরু

ডায়ালসিলেট ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তুরস্কের আনতালিয়ায় রোববার একটি ত্রি-দেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক, আফগানিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেন।

কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আফগান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠক শেষে এক টুইটবার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা বলেন।

স্বল্পসময়ে শান্তি বজায় রাখা, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে একটি সফল আলোচনা হয়েছে বলেছেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার এক টুইটবাতায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ত্রি-দেশীয় বৈঠক শেষে মেভলুত কাভুসোগলু পাকিস্তান, গিনি ও নাইজেরিয়ার নেতাদের সঙ্গেও বৈঠক করেন।বৈঠকে বালকান ও ইউরোপীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, উদ্বাস্তু ও অভিবাসন সমস্যা এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়।

তুরস্কের আনতালিয়ায় রোববার থেকে তিন দিনব্যাপী ওই কূটনৈতিক ফোরামের আলোচনাসভা শুরু হয়েছে। সূএ:যুগান্তর

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ