ডায়ালসিলেট ডেস্ক: উচুঁ স্কেলের রাগাশ্রয়ী গানের জন্য পুলক অধিকারী তার শ্রোতাদের কাছে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।রয়েছে তার বেশ কিছু জনপ্রিয় গান চলচ্চিত্র ও অডিওতে।এবার তিনি গাইলেন একটি সুফিফোক গান হাবিব মোস্তফার কথা ও সুরে ।কথামালায় “বিধি” শিরোনামের এই গানটির সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় কম্পোজার অণু মোস্তাফিজ।
‘ ভালোবেসে জনম জনম হয় যেন মোর গত, ও বিধি তুই দুঃখ আমায় দিবি আর কত?’

“তরুন গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার সাথে এটা আমার প্রথম কাজ।গানটিতে তিনি শব্দ চয়ন ও সুরের গাঁথুনিতে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন, আমি আমার সবটুকু দরদ দিয়ে গেয়েছি, আশা করি শ্রোতারা গানটি ভালবাসার সাথে গ্রহন করবে”বলেন, পুলক অধিকারী।
‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘পিয়ারি’, ‘রব জানে’, ‘দয়াল’ শিরোনামের গানগুলো পুলকের স্বতন্ত্র্য কণ্ঠশৈলীর পরিচায়ক।

হাবিব মোস্তফা বলেন, “পুলক এ সময়ের আধুনিক বাংলা গানের একজন আর্শীবাদ কণ্ঠ।আমি ব্যক্তিগতভাবে তার গানের একনিষ্ঠ ভক্ত।অনেক সময় নিয়ে তার জন্য ‘বিধি’ শিরোনামে এই গানটি রচনা করেছি, সুরের ক্ষেত্রেও খুব যত্নশীল ও সাবধানী ছিলাম।গায়কীতে তিনি তার শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটিয়েছেন।গানটি প্রকাশ পেলে, শ্রোতাদের হৃদয়ের গহীনে এটি স্থান করে নিবে বলে আমার দৃঢ় প্রত্যাশা”।
ডি.এস./সাবিহা

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *