হয় টিকা নাহলে জেল

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

হয় টিকা নাহলে জেল

ডায়ালসিলেট ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে সোমবার এ হুশিয়ারি দেন তিনি। দুতের্তে বলেন, আপনাকেই বেছে নিতে হবে— হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাব।

চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেওয়া লোকজনের সংখ্যা অনেক কম বলে
জানিয়েছে,আলজাজিরা। যারা ভ্যাকসিন নিচ্ছেন না, তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে।

এর আগে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
ফিলিপাইনে এ পর্যন্ত কমপক্ষে ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৩ হাজার। কিন্তু রাজধানী ম্যানিলায় টিকাদানের হার অনেক কম।
সূএ:যুগান্তর

0Shares