ডায়ালসিলেট ডেস্ক: স্পেন ইউরোতে এবারের আসরে অন্যতম ফেভারিট দল নিয়ে এসেছিল। কিন্তু নিজেদের দুই ম্যাচ খেলে গ্রুপ পর্বে এখনো জয়হীন লুইস এনরিকের দল। রাতে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কঠিন সমীকরণে তিনবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় সেভিয়ার লা কার্তুহায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে স্লোভাকিয়ার মুখোমুখি হবে স্পেন।

স্পেনকে শেষ ১৬তে খেলতে হলে আজ স্লোভাকিয়াকে হারাতেই হবে। স্পেনের জন্য করোনা মুক্ত হয়ে এই ম্যাচে সার্জিও বুসকেটসের ফেরাটা টনিক হতে পারে। ​ড্র করলেও সুযোগ থাকবে, তখন সুইডেনের হারের অপেক্ষা করতে হবে স্পেনকে।আজকের ম্যাচে কোনমতে ড্র করতে পারলেই শেষ ১৬ নিশ্চিত হবে তাদের। সুবিধাজনক অবস্থানে আছে স্লোভাকিয়া। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, স্লোভাকিয়ার বিপক্ষে ছয়টি পরিবর্তন আনতে পারেন বার্সেলোনার সাবেক হেড কোচ।
স্পেন কোচ লুইস এনরিকে আন্দাজ করতে পেরেছেন যে স্লোভাকিয়া আজকের ম্যাচে গোলপোস্ট বাঁচিয়ে খেলবে। ‘নিঃসন্দেহে স্লোভাকিয়া রক্ষণাত্মক ফুটবলই খেলবে। ড্র’ই তাদের জন্য যথেষ্ট হবে। তাই আশা করি, দ্রুত আমরা যেন গোল করতে পারি। কারণ ম্যাচটি কঠিন হবে। আমরা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছি এবং ম্যাচের জন্য প্রস্তুত,’ বলে জানিয়েছেন এনরিকে স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে।

ডি.এস/সাবিহা

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *