যেসব নায়িকা শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

যেসব নায়িকা শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন

ডায়ালসিলেট ডেস্ক: শাহরুখ খানকে বলিউডের বাদশাহ বলা হয়। অনেকেই মুখিয়ে থাকেন তার সঙ্গে কাজ করতে। বহু অভিনয়শিল্পী তার হাত ধরে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। তবে হাতে গোনা কয়েকজন আছেন যারা শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন।
বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। এ তালিকায় শুরুতেই আছেন তিনি। শাহরুখ অতি অভিনয় করেন, বলে মনে করেন স্বনামধন্য এ অভিনেত্রী। এজন্যই তার শাহরুখের সঙ্গে কাজ করা হয়নি।

এখনো শাহরুখের সঙ্গে কাজ করেননি সোনম কাপুরও। ‘বয়সের পার্থক্য’কেই এর জন্য তিনি হিসেবে দেখিয়েছেন সোনম। যদিও শাহরুখের সমবয়সী অভিনেতা সালমানের সঙ্গে ছবিতে কাজ করেছেন সোনম।সালমানের সাথে তার ক্যারিয়ারের প্রথম ছবিটিও। সালমানের সাথে পরে আরও একটি ছবিতে অনিলকন্যা সালমানের নায়িকা হয়েছেন।

শাহরুখ খানকে পছন্দ করেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে তার সঙ্গে কাজ করতে চান না। খানদের ছবিতে নায়িকাদের চরিত্রের তেমন গুরুত্ব থাকে না। আর গুরুত্বহীন চরিত্রে কাজ করতে চান না বলিউডের ‘কুইন’। শুধু শাহরুখ নয়, সালমান ও আমিরের সঙ্গেও এখনো কাজ করেননি কঙ্গনা।
নিজের রসায়ন শাহরুখের সঙ্গে জমবে না বলে মনে করেন আমিশা প্যাটেল। তাই এই অভিনেত্রীও কাজ করতে চান না শাহরুখের সঙ্গে।
ডি.এস/সাবিহা

 

0Shares