ডায়ালসিলেট ডেস্ক::এই ভারত আবার প্রগতির বড়াই করে! অনার কিলিং এর এক জ্বলন্ত ঘটনা ঘটে গেল কর্ণাটকের উত্তরে বিজয়পুরায় দেবড়া হিক্কাগরী গ্রামে। একটি মাঠের মধ্যে এক তরুণ তরুণীকে মাথায় পাথর ঠুকে খুন করা হল। তাদের অপরাধ? তারা একে অপরকে ভালোবেসেছিলো। আরো বড় অপরাধ, পেশায় অটো চালক যুবকটি দলিত ছিল। মেয়েটি মুসলিম। দলিত একটি ছেলের সঙ্গে বাড়ির মেয়ে মাঠে বসে প্ৰেম করছে, এটা কি ভাবে মেনে নিতে পারে জাতপাতের সংকীর্ণতা মুক্ত ভারতের একটি পরিবার! তাই ছুটে এলো মেয়ের বাড়ির লোকেরা। গাছে বেঁধে পেটানো শুরু হল দুজনকে। বাড়ির মেয়ের পদস্খলন ভাবা যায়না।

একে মুসলিম হয়ে পর পুরুষের সংসর্গ। তার ওপর দলিত ছেলের কণ্ঠলগ্না। তার ওপর সেই ছেলে অটো চালায়। পাথর দিয়ে মারা শুরু হল দুজনকে। নৃশংসতা হার মানায় মধ্যযুগীয়  বর্বরতাকে। ছেলেটির বাড়ির লোকজন ততক্ষণে ছুটে এসেছে। তাদের সামনেই হত্যা করা হয় যুগলকে। খোলা আকাশের নিচে পড়ে থাকে মৃতদেহ দুটি। হয়তোবা সমাজকে ব্যঙ্গ করার জন্যেই। পুলিশ মেয়েটির বাড়ির চারজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *