ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ১৯৮৬ সালে এই অঞ্চল থেকে স্বতন্ত্র নির্বাচন করেছি। আর ২০২১ সালে এসে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের পাঁশে এসে দাঁড়িয়েছি। এই অঞ্চলের সাধারণ মানুষ ব্যক্তি শফি আহমদ চৌধুরীকে ভালো করে জানেন এবং চিনেন। আমি মাটি ও মানুষের রাজনীতি করি। দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য অতীতে যেভাবে কাজ করেছি নির্বাচিত হলে সেই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

শুক্রবার (২৫ জুন) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় গণসংযোগ এবং একটি নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বর্তমান উপ নির্বাচনে তাঁর মার্কা মোটর গাড়ি (কার) চিহ্নে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে তিন উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। শফি আহমদ চৌধুরী একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *