ফের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন বলিউড শাহেনশা

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

ফের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন বলিউড শাহেনশা

ডায়ালসিলেট ডেস্ক: করোনা সংক্রমণ বাড়ছে ভারতে। অমিতাভ বচ্চন এই পরিস্থিতিতে কোভিড যুদ্ধে ফের এগিয়ে এলেন। এই বলিউড শাহেনশা এবার মুম্বাইয়ের সিওন নামে একটি হাসপাতালে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন। সেই টাকা দিয়ে ওই হাসপাতালের জন্য মেশিন, মনিটর, সিআরএম ইমেজ ইন্টিফায়ার, ইনফিউশন পাম্প ইত্যাদি কেনা হয়েছে।

চিকিৎসার এই সরঞ্জামগুলো এমন রোগীদের ভেন্টিলেটর সহায়তা সরবরাহ করতে ব্যবহৃত হয়, যারা নিজেরা শ্বাস নিতে পারেন না বা পর্যাপ্ত বায়ুচলাচল রক্ষার জন্য যাদের সহায়তা প্রয়োজন।সরঞ্জামগুলো পাওয়ার পর সিওন হাসপাতালের সুপার ডক্টর মোহন জোশী সকল চিকিৎসক এবং কর্মীদের পক্ষ থেকে অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন।

অমিতাভ এর আগে ১৪ মে পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেছিলেন। এই অভিনেতা শুধু অক্সিজেন কনসেনট্রেটরই নয়, ২০ টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছিলেন। যার মধ্যে কয়েকটি হাসপাতালে এবং ১০টি বৃহন্মুম্বই মিনিসিপ্যাল কর্পোরেশন পাঠিয়ে দেওয়া হয়।
ডি.এস/সাবিহা

0Shares