ব্রাজিলের জয়রথ থামাল ইকুয়েডর

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

ব্রাজিলের জয়রথ থামাল ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক::টানা ১০ ম্যাচ জিতে উড়ছিল ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলকে রুখে দিয়েছে ইকুয়েডর। সোমবার ভোরে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোল ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নেইমার-কাসেমিরোকে বিশ্রাম দিয়ে নেমেছিল ব্রাজিল। ‘বি’ গ্রুপের ম্যাচে বলের দখলেও এগিয়ে ছিল সেলেসাওরা। তবে লক্ষ্যে শট বেশি নেয় ইকুয়েডর। ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল।

৩৭তম মিনিটে এডের মিলিতাও গোল করলে লিড নেয় ব্রাজিল। ৫২তম মিনিটে সমতা ফেরায় একুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে।

বাকিটা অনায়াসে সারেন তিনি। আগেই শীর্ষ স্থান নিশ্চিত করা ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানো পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই একুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল ভেনেজুয়েলা।

এম/

0Shares