প্রয়োজন ছাড়া বাইরে বের হলে পোহাতে হবে জেল-জরিমানা : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

প্রয়োজন ছাড়া বাইরে বের হলে পোহাতে হবে জেল-জরিমানা : ডিএমপি কমিশনার

আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের  দিয়েছে ঘোষণা দিয়েছে সরকার। এতে বিধিনিষেধ চলাকালীন সময়ে বিনা প্রয়োজনে বাসা থেকে বাইরে বের হলেই গ্রেপ্তার শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের লকডাউন আগের চেয়ে অনেক বেশি কঠোরভাবে পালন করা হবে। লকডাউন ভঙ্গ করে বাসার বাইরে বের হলেই আইনী জটিলতা পোহাতে হবে। এবার আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারা প্রয়োগের মাধ্যমে সঙ্গত কারণ দেখাতে না পারলে গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা শেষে ৬ মাসের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

ডিএমপি কমিশনার আরো বলেন, কাঁচাবাজার, হাসপাতালে যেতে হলে অবশ্যই রিকশা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করা যাবে না।

0Shares