বিনোদন ডেস্ক::প্রথমবারের মতো টিভি উপস্থাপনায় আসছেন চলতি সময়ের মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় থাকছেন তিনি। এতে আরও উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। আগামীকাল বিটিভি’র অডিটরিয়াম ও ড্রামা স্টুডিওতে ‘আনন্দ মেলা’র শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। উপস্থাপনা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তাও আবার ‘আনন্দ মেলা’র মতো ম্যাগাজিন অনুষ্ঠানে রিয়াজ ভাইয়ের সঙ্গে। বিষয়টি আমার জন্য অন্যরকম অনুভূতির। প্রতি ঈদেই ‘আনন্দ মেলা’- ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় বিটিভিতে এটি প্রচার হবে। এদিকে এই গ্ল্যামারকন্যা শেষ করেছেন সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। এতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। এটি পরিচালনা করছেন গুণী অভিনেত্রী রোজিনা। এর মধ্যদিয়ে তিনিও দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ান। আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল বলে জানান নির্মাতা। তবে করোনা ও লকডাউনের কারণে সেটি আবার পেছানো হলো। এদিকে সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। এর আগে এটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পায় গেল ডিসেম্বরে। ছবিটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

ডায়ালসিলেটএম/৮

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *