ডায়ালসিলেট ডেস্ক :: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর লকডাউন কেউ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রাখলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ।

সোমবার রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনকালে মেয়র একথা বলেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যদি কারো ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে কিংবা ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ বাসায় পৌঁছে দেয়া হবে। রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই ভাইরাস থেকে রক্ষা করতে হলে নিজেদের জন্য, পরিবারের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়া নির্দিষ্ট সময়ের পর দোকানপাট কেউ খোলা রাখতে পারবে না। নির্দেশ অমান্য করে যারা দোকান খোলা রাখেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিটি করপোরেশন। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে পারি তাহলেই আমরা ভালো থাকতে পারব। এই করোনাকালে সবার সচেতনতা জরুরি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *