নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কার, আহত ২

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১

নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কার, আহত ২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লামাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট কার। দুর্ঘটনায় চালকসহ ২জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পথচারীরা।

বুধবার (৭ জুলাই) সকালে সিলেট মহানগর ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে প্রাইভেট কারটি রেকার করে পুলিশ লাইনে নিয়ে যায়।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-ক ০২-১৪৭০) দ্রুত চালিয়ে লামাবাজার হয়ে যাচ্ছিলো। এসময় মদন মোহন কলেজ লাগোয়া ড্রেনের উঁচু কালভার্টের সাথে ধাক্কা লাগলে কারটি সাথে সাথে উল্টে যায়।

0Shares