পানির বোতলে বিদেশী মদ, গ্রেফতার ১

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

পানির বোতলে বিদেশী মদ, গ্রেফতার ১

ডায়ালসিলেট ::সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকা থেকে মানিক মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে পানির বোতেল রক্ষিত বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।

এ ঘটনায় মাদক আইনে মানিক মিয়াকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। শুক্রবার (৯ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর গ্রামের পূর্ব কাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, গোপন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পানির বোতল উদ্ধার করে পুলিশ। যাচাই-বাছাই করে দেখা যায় পানির বোতলে বিদেশী মদ রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ডায়ালসিলেটএম/২

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ