নগরীতে মিলল সুনামগঞ্জের শিশু, স্বজনদের সন্ধান চায় পুলিশ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

নগরীতে মিলল সুনামগঞ্জের শিশু, স্বজনদের সন্ধান চায় পুলিশ

ডায়ালসিলেট ডেস্ক::সিলেট নগরীতে শাহিন (৭) নামের সুনামগঞ্জের এক শিশুকে পাওয়া গেছে।

রবিবার (১১ জুলাই) সকালে নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা।

শাহিন মা-বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে বলে সে জানায়। বাড়ি সুনামগঞ্জ ছাড়া সে তার পুর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না।
এখন শাহীন মায়ের কাছে ফিরতে কান্না করছে। তবে সে পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহিনের উদ্ধার হওয়া ও মায়ের কাছে ফেরার আকুতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে চায় পুলিশ।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শনিবার (১০ জুলাই) সকালে শাহিন বাড়ি থেকে রাগ করে সিলেটে চলে আসে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে নগরীর শাহী ঈদগাহে রাস্তায় কান্নারত অবস্থায় দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে এসএমপি এয়ারপোর্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেন।
জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, তার বাবা মারা গেছেন। নাম আতাউর। মায়ের নাম রোবেনা ও সৎ বাবার নাম খরগোস মিয়া। সে গ্রাম ও থানার নাম বলতে পারছে না। সুনামগঞ্জে তার বাড়ি- শুধু এটুকুই বলতে পারছে সে।
শাহিনকে কেউ চিনতে পারলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের মোবাইল ফোন নাম্বারে (০১৩২০০৬৭৬২০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডায়ালসিলেট এম/১৬

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ