ডায়ালসিলেট ডেস্ক::নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘দায়ী’ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার তার বাসভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে তিনি বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো একসময় বলবেন— বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী!

করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদি লকডাউনে মিলকারখানা বন্ধ থাকত, তা হলে এত নিরীহ মানুষকে নির্মমভাবে জীবন দিতে হতো না। একদিকে লকডাউন নিয়ে সরকারের দ্বৈতনীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্যই এতগুলো জীবন ঝরে পড়ল।

ওবায়দুল কাদের বলেন, রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। যেসব প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে, তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্কবার্তা বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

পরে প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

ডায়ালসিলেট এম/১১

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *