ডায়ালসিলেট ডেস্ক :: টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে ৫৩ বছর পর ইউরো কাপের শিরোপা ঘরে নিয়ে গেল ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাত ১টায় লাখ দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইতালি।
ম্যাচের ৬৭ মিনিটে দলকে সমতা ফিরিয়ে আর টাইব্রেকারেও বল জালে জড়িয়ে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনার্দো বনুচ্চি।
আর ম্যাচ শেষে ইংল্যান্ডের দর্শকদের ব্যঙ্গ করে সমালোচিত এই অভিজ্ঞ ইতালি ডিফেন্ডার।
ম্যাচ শেষে গ্যালারির ইংল্যান্ডের সমর্থকদের উদ্দেশ্যে চিৎকার করে বনুচ্চিকে বলতে শোনা গেছে, ‘আরও পাস্তা! আরও পাস্তা খেতে হবে। ইটস কামিং টু রোম (এটা রোমে যাচ্ছে)।’
ক্যামেরায় ধরা পরে ইংলিশদের নিয়ে বনুচ্চির সেসব ব্যাঙ্গ। পরে সংবাদ সম্মেলনে এসে ইংলিশদের নিয়ে ব্যাঙ্গ করার কারণ জানান বনুচ্চি।
এ অভিজ্ঞ তারকা ডিফেন্ডার বলেন, ‘শিরোপা দেয়ার আগেই ইংল্যান্ডের ৬৫ হাজার দর্শকের প্রায় সবাই চলে যাচ্ছিল। এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা। অবশ্য আমরা এতেও আনন্দ পেয়েছি। তারা কেন চলে যাচ্ছিল সেটাই আমিই তাদের জানাচ্ছিলাম। ট্রফি রোমে যাচ্ছে। তাদের হোমে নয়। তারা ভেবেছিল এটা লন্ডনেই থাকবে। এখন ঘরে বসে পাস্তা উপভোগ ছাড়া কিছুই করার নেই তাদের। তাদের জন্য সহমর্মিতা। তবে ইতালি আরও একবার শিক্ষা দিল তাদের।’
গ্যালারিপূর্ণ ইংলিশ সমর্থকরা ম্যাচে যেন কোনো প্রভাব না ফেলে সেই চেষ্টাই করে গেছেন আজ্জুরিরা।
এ বিষয়ে বনুচ্চি বলেন, ‘আমরা ম্যাচ শুরুর আগে আমরা বলছিলাম, গ্যালারিতে যা কিছুই হচ্ছে এটা স্রেফ একটা বাড়তি শব্দ। আমরা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত। তাই বিগত দিনগুলোতে যা করে এসেছি তা করলেই হবে। এর বেশিও না, কমও না।’
ডায়ালসিলেট/এম/এ/