দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১

দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক::পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। স্বামী বৈভব রেখির সঙ্গে এটি দিয়ার প্রথম সন্তান। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি। নির্ধারিত সময়ের আগেই অভ্যান পৃথিবীতে এসেছে। গত ১৪ই মে তার জন্ম হয়। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। আজ ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া। গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেন এই অভিনেত্রী।

বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

ডায়ালসিলেট এম/১০

0Shares