ডায়ালসিলেট::সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিছ ইয়াবা সহ দুই যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জুলাই) রাত ২টায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব চামটি গ্রামে সোহেল আহমদের বসত ঘরে ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছিল জানতে পেরে পুলিশ অভিযান চালায়।।

এসময় চতুর সোহেল পালিয়ে গেলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার নয়াখেল দক্ষিণ গ্রামের মো. মুহিবুর রহমানের ছেলে মো. কবির আহমদ (৩০) ও উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামের বশির আহমদ এর ছেলে মো. সালিক আহমদ (২৮)।

আটককৃতদের নিকট হতে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম দস্তগির আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০ পিছ ইয়াবা সহ তাদেরকে আটক করে।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রেকর্ড করে দুপুর একটায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/৫

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *