ডায়ালসিলেট ডেস্ক :: টোকিও অলিম্পিকে আজ (শুক্রবার) সপ্তম দিনের খেলা চলছে। পদক তালিকার শীর্ষে আছে চীন। ১৬টি সোনাসহ মোট ৩৩টি পদক তাদের ঝুলিতে। চীনের চেয়ে একটি সোনা কম নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক জাপান। এখন পর্যন্ত ১৫টি সোনাসহ মোট ২৫টি পদক জিতেছে তারা।
যুক্তরাষ্ট্রের সোনা ১৪টি। মোট ৪১টি পদক নিয়ে তারা তালিকার তৃতীয় অবস্থানে। ৯টি করে সোনা নিয়ে পরের দুটি অবস্থান রাশিয়া এবং অস্ট্রেলিয়ার।
আজ অলিম্পিকে রয়েছে যে সব ইভেন্টের খেলা-
আরচারি
নারী একক, সকাল ৬টা ৩০ মিনিট
অ্যাথলেটিকস
পুরুষ ও নারী, ভোর ৬টা
ব্যাডমিন্টন
পুরুষ ও নারী একক, ভোর ৬টা
বেসবল
ওপেনিং রাউন্ড, সকাল ৯টা
বিচ ভলিবল
পুরুষ ও নারী প্রিলিমিনারি, ভোর ৬টা
বক্সিং
পুরুষ ও নারী, সকাল ৮টা
ক্যানো স্লালোম
পুরুষ সেমিফাইনাল ও ফাইনাল, সকাল ১১টা
সাইক্লিং
পুরুষ ও নারী, সকাল ৭টা ৪৫ মিনিট
ডাইভিং
নারী প্রিলিমিনারি, দুপুর ১২টা
একুয়েস্ট্রিয়ান
দলগত ও একক, ভোর ৫টা ৩০ মিনিট
ফেন্সিং
দলগত পুরুষ, সকাল ৭টা
ফুটবল
নারী কোয়ার্টার ফাইনাল, দুপুর ২টা
গলফ
পুরুষ একক, ভোর ৪টা ৩০ মিনিট
হ্যান্ডবল
পুরুষ প্রিলিমিনারি, ভোর ৬টা
হকি
নারী ও পুরুষ, সকাল ৭টা ৩৫ মিনিট
জুডো
পুরুষ ও নারী, সকাল ৮টা
রোয়িং
পুরুষ ও নারী, ভোর ৪টা ৪৫ মিনিট
রাগবি
নারী, ভোর ৬টা
সেইলিং
পুরুষ ও নারী, সকাল ৯টা ৫ মিনিট
শ্যুটিং
পুরুষ ও নারী, ভোর ৬টা
সাঁতার
পুরুষ ও নারী, সকাল ৭টা ৩০ মিনিট
টেবিল টেনিস
পুরুষ একক, বিকেল ৫টা
টেনিস
পুরুষ একক ও ডাবল, দুপুর ১২টা
ট্রেম্পোলিং জিমন্যাস্টিকস
নারী, সকাল ১০টা
ভলিবল
পুরুষ ও নারী, ভোর ৬টা
ওয়াটার পোলো
নারী প্রিলিমিনারি, সকাল ১১টা
ডায়ালসিলেট/এম/এ/