ডায়ালসিলেট ::বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুরের হামছাপুরে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে কামরুল হাসান (১৭) নামক  এক কিশোর নিহত হয়েছেন। এতে আরও দু’জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সূত্রে জানা যায়, স্থানীয় একজনের বাড়ির সামনে গ্রামের লতিফ উল্লাহর ছেলে সুরত আলী (২৮) ও নিহতের খালা জায়েদা বেগমের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সুরত আলী জায়েদা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল  করলে কামরুল হাসান প্রতিবাদ করেন।

পরে তার বড় ভাই এমরান মিয়াসহ প্রতিবেশিরা মিমাংশার চেষ্টা করেন। সংঘর্ষের পরপরই কামরুল হাসান নিখোঁজ হন। খোঁজাখুঁজির ২ঘন্টা পর পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।

নিহত কামরুল হাসান (১৭ ) উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান বলেন, সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সত্যতা পাওয়া যায়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে লাশ ময়না তদন্ত শেষে বালাগঞ্জ নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *