ডায়ালসিলেট :;সিলেটে যেনো কিছুতেই থামছে না করোনায় মৃত্যুর মিছিল।  প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা।  সেই সাথে বাড়ছে আক্রান্ত। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ে আরও ৩৪০ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানা যায়, শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আরও ৯ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন। এছাড়াও এই ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন করোনায়।একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ৩৪০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৩, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের ৫৫ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।

প্রতিবেদনে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা ৯ জনকে নিয়ে সিলেট অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তারমধ্যে সিলেটে ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন।

অপরদিকে, ২৪ ঘন্টায় এই অঞ্চলে শনাক্ত হওয়া ৩৪০ জনকে বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫, হবিগঞ্জে ৪ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ২১৮ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৫৩৮ জন।

বর্তমানে সিলেট অঞ্চলে ৪০৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *