দক্ষিণ সুরমা প্রতিনিধি::সিলেটের দক্ষিণ সুরমার বহুল আলোচিত আতিয়া মহলে ফুর্তি করতে এসে ৪ যুবক-যুবতী পুলিশের খাঁচায় ধরা পড়েছেন। সোমবার দিবাগত রাত পোনে ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগালাবাজার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় পাঠানপাড়ার আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলায় সোমবার দিনগত (৩ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ যুবক ও ২ যুবতীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই যুবকের নাম পরিচয় জানা গেলেও ২ যুবতীর নাম পরিচয় জানায় নি পুলিশ।

গ্রেফতারকৃত দুই যুবক হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার কোতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের  মো. রফিকুল ইসলামের ছেলে কামরান আহমদ লোকমান (২২) ও একই গ্রামের মো. নূর উদ্দিন মিয়ার ছেলে শাহিন আহমদ আলী হোসেন (২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে  আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *