শেকৃবি প্রতিষ্ঠাতা ভিসি শাদাত উল্লার মৃত্যু

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২১

শেকৃবি প্রতিষ্ঠাতা ভিসি শাদাত উল্লার মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. শাদাত উল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বশিরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক মো. শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার ভিসির দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শেকৃবি পরিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ