উপশহর থেকে গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

উপশহর থেকে গাঁজাসহ নারী গ্রেফতার

ডায়ালসিলেট ::সিলেট নগরীর উপশহর থেকে গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। মঙ্গলবার (৩আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপশহরের এইচ উপশহর এইচ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীর নাম পপি বেগম (৩৫)। হবিগঞ্জে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং বর্তমানে-উপশহর এইচ ব্লকের ৩ নম্বর রোডের শিপার মিয়ার কলোনীর বাসিন্দা।

গ্রেফতাকালে তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

বিষয়টি মহানগর পুলিশের মুখপাত্র (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টহল টিম উপশহর বোরহান উদ্দিন হাউজিংস্টেট এলাকার পপি বেগমের নাম বিহীন মনোহারী দোকানে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ