ওসমানীনগরে ‘অপহরণের’ ৩ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

ওসমানীনগরে ‘অপহরণের’ ৩ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

ডায়ালসিলেট  ডেস্ক;:সিলেটের ওসমানীনগরে অপহরণের ৩ দিন পর অপহৃতা কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির মিয়া (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাকির মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতী গ্রামের মৃত আব্দুল মোমিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক জাকির মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে প্রতিবেশী ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত রবিবার (১ আগস্ট) ভোরে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে জাকির কৌশলে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে বাসা থেকে অপহরণ করেন। ওইদিন দুপুরে অপহৃতা কিশোরীর পিতা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিখিল দাশের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জাকির মিয়াকে তেরহাতিস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও অপহৃতা কিশোরীকে উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতা কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। জাকির মিয়াকে বুধবার দুপুরে সিলেটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ