প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা (৫০) প্রতিবেশীদের অতর্কিত হামলায় মারা গেছেন। এঘটনায় পুলিশি অভিযানে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে এই ঘটনা ঘটে। হামলার পর চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
একই ঘটনায় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা (৩০) ও ছেলের বউ সাথী হাজরা (২৫) গুরুতর আহত হয়েছেন ৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ছেলে সাধন হাজরা বলেন, কিছুদিন আগে রাস্তার উপর থেকে গোবর সরানোর জন্য তাদের প্রতিবেশীমৃত হীরালালের ছেলে লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুররা তাদেরকে বলে ৷ তারা ধান কাটা শেষ হওয়ার পর গোবর সরিয়ে নেয়ার কথা বলেন, তিনি আরও জানান, প্রতিবেশী লাল বাহাদুর প্রায় সময়ই মদ খেয়ে তার বাবা বিজয় হাজরাকে গালাগালি করে আসছে৷
আজও বিকেলে সে এরকম মদ্যপ হয়ে গালাগালি শুরু করলে একপর্যায়ে তিনি বাঁধা দেন ৷ তখন তারা তিন ভাই একযোগে লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে এবং তার মাথায় দা দিয়ে কোপ দেয় ৷ এই ঘটনা দেখতে পেয়ে তার মা ও স্ত্রী ছুটে আসলে তার মা ও স্ত্রীর মাথায় ও শরীরে আঘাত করে ৷ তার মায়ের মাথায় আঘাত করার সাথে সাথে তার মা মাটিতে লুটিয়ে পরে যান ৷ পরে পার্শ্ববতী মানুষজন ছুটে এলে লাল বাহাদুর ও তার দুই ভাই পালিয়ে যায় ৷এদিকে ঘটনার পরপরই আহত রুপবতী হাজরা কে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সিসিইউতে রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান ৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুছ ছালেক জানান,এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয় নি ৷ নিহতের লাশ সিলেটে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ৷ তবে দোষিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech