ডায়ালসিলেট ডেস্ক :: সাভারের সিঙ্গার ইলেকট্রনিকসের একটি ওয়্যারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় ওই ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের দুটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের দুটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের তীব্রতা অনেক। তাৎক্ষণিকভাবে সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ডায়ালসিলেট/এম/এ/