প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::রাজনৈতিক সংস্কার এবং কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে পরিবর্তন আনার দাবিতে রাজধানী ব্যংককে আন্দোলন করছেন হাজারো থাই বিক্ষোভকারী। শনিবার আন্দোলনকারীদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ আন্দোলনকারীদের টার্গেট করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁরে। এ খবর দিয়েছে ফ্রান্স২৪।
সরকারবিরোধী আন্দোলনকারীরা দেশটিতে জারি থাকা কোভিড কড়াকড়ি অমান্য করে আন্দোলনে যোগ দেন। থাইল্যান্ড বর্তমানে কোভিডের উচ্চ সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী চান-ও-চার পতদ্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ভ্যাকসিন কার্যক্রমের গতিবৃদ্ধি করা এবং চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন বাদ দিয়ে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা।
শুক্রবারের ওই আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে ৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন করেছিল থাই কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের একজন এএফপিকে বলেন, এমন পরিস্থিতির মধ্যে আন্দোলন করা নিয়ে আমি উদ্বিগ্ন কিন্তু আমাদেরকে এরমধ্যে লড়াই চালিয়ে যেতে হবে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech