মানবপাচার: মালটা বিমানবন্দরে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

মানবপাচার: মালটা বিমানবন্দরে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক;: সংগঠিত মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মালটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে ১১ জন ব্যক্তিকে ইতালি পাচার করার সময় ওই বাংলাদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অনলাইন মালটা টুডে এ খবর দিয়ে জানিয়েছে, এসব মানুষকে পাচারের বিনিময়ে ওই বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তিনি যে ১১ জনকে পাচারের চেষ্টা করেছিলেন তারা সবাই বাংলাদেশি। তাদেরকেও বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়টিতে এখন তদন্ত করছে দেশটির অভিবাসন ও অর্থপাচার বিরোধী ইউনিট। আজ রোববার স্থানীয় সময় দুপুর দেড়টায় ম্যাজিস্ট্রেট ভিক্টর অ্যাক্সিয়াকের সামনে উপস্থিত করার কথা রয়েছে ওই বাংলাদেশিকে।

মামলাটি রয়েছে ইন্সপেক্টর ক্রিশ্চিয়ান আবেলা এবং জেমস টার্নারের হাতে। তাদেরকে সহায়তা করবেন এটর্নি জেনারেল অফিসের সিনজিয়া অ্যাজোপারদি আলামাঙ্গো এবং মারিয়া শেমব্রি।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ