ডায়ালসিলেট ডেস্ক::মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করছে র্যাব।রবিবার রাত পৌনে ১১টায় র্যাবের অভিযানে বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করা হয়েছে।র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপনসংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর আভিযানিক দল পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে শমশেরনগর বাজারে অভিযানে শ্রীমঙ্গল থানার মামলায় (মামলা নং- ১৯, তারিখ-২৪/০৬/২০১৪ইং) আটক করা হয়।১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মূলে মোঃ আলাল মিয়া (৩৫) নামে ওয়ারেন্টভ‚ক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারায়ের চর গ্রামের হাসিম মিয়া ছেলে। আসামীকে রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করছে র্যাব।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ডায়ালসিলেট এম/