ডায়ালসিলেট ডেস্ক::ছাতকে যুবতীকে ধর্ষণ ও অন্ত:সত্ত্বার অভিযোগে গ্রেফতার হওয়া লম্পট প্রেমিক জাবেদ আহমদকে (২৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে শনিবার বিকেলে পৌরশহরের চরেরবন্দ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়। সে ওই এলাকার মৃত রাখাল মিয়ার ছেলে।

জানা যায়, ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকার রাখাল মিয়ার ছেলে গ্রেফতারকৃত প্রেমিক জাবেদ আহমদ প্রেম করে তারই নিকটাত্মীয় মন্ডলীভোগ এলাকার দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী এক যুবতীর সাথে। বিয়ে করে সংসার করবে- এমন আশ্বাস দিয়ে তার সাথে সে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এমন সম্পর্ক চলে দীর্ঘদিন।এক পর্যায়ে ওই যুবতী তিন মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এর মধ্যে বিয়ের চাঁপ দিলে এড়িয়ে চলে প্রেমিক জাবেদ। উল্টো হুমকি-ধামকি দিয়ে আসছিল ভিকটিমসহ তার পরিবারকে। বিষয়টি প্রথম থেকে পরিবারের লোকজন না জানলেও পরবর্তীতে দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। একপর্যায়ে অপারগ হয়ে ভিকটিম ও তার পরিবার সাহায্য নেয় থানা পুলিশের।এ ঘটনায় ৭ আগষ্ট যুবতী নিজে বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-৭(০৮)২০২১) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বিশ্বাস অভিযান পরিচালনা করে আসামি ও লম্পট প্রেমিককে গ্রেফতার করতে সক্ষম হন।আসামিকে গ্রেফতার করে রোববার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বিশ্বাস।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দীন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *