ডায়ালসিলেট ডেস্ক::দক্ষিণ সুরমার লালাবাজারের বিশ্বরোডের বেহাল দশা পরিদর্শনে এলেন দক্ষিণ সুরমা ৩ আসনের জাতীয় পাটির লাঙল প্রতিক মনোনীত প্রার্থী জননেতা আতিকুর রহমান আতিক। পরিদর্শনকালে তিনি বলেন,লালাবাজার বিশ্বরোডের যে বেহাল দশা দেখে আজ আমি নিজেই লজ্জিত একটু বৃষ্টিতেই পানি জমে যায় যাতায়াতে বেড়ে যায় জনসাধারণের ভোগান্তি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমি যদি আগামী সিলেট ৩ আসনে সংসদ নির্বাচনে নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের এই দুর্ভোগ আর থাকবে না। প্রয়োজনে আমি নিজ অর্থায়নে এই রাস্তার কাজ করে দেব।পরিদর্শন শেষে তিনি লালাবাজারে সকল শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।গতকাল সোমবার বিকাল ৫ টায় তিনি এসব কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক বাসির,জাপা নেতা এমাদ আলী,হাজী তোফায়েল, দক্ষিণ সুরমা উপজেলার সদস্য সচিব তাজ উদ্দিন এপলু,দক্ষিণ সুরমা উপজেলার যুবসংহতির যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান গেদুল,লালাবাজার জাতীয় পাটির সভাপতি নাজির আহমদ, সৈয়দ বসর আলী, মো.আব্দুল আলিম,ফারুক আহমদ, আলী আহমদ, আব্দুল মালিক ও যুবসংহতি নেতা তোফায়েল আহমদ।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *