স্পোর্টস ডেস্ক::মেসি, মেসি ধ্বণিতে মুখরিত প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম। লিওনেল মেসি নিজেও উপস্থাপকের কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলেন না। এসময় উপস্থাপকের কথা কান পেতে শোনেন মেসি। পরে বলেন, ‘এটা আমার জন্য ছিল বিশেষ একটি সপ্তাহ। প্যারিসে আসার পর আমি যে অভ্যর্থনা পেয়েছি সে জন্য সকলকে ধন্যবাদ দিতে চাই।’ শনিবার নিজেদের ভেন্যুতে ফরাসি লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে দলের নতুন রিক্রুট পাঁচ খেলোয়াড়কে সমর্থকদের সামনে উপস্থিত করে পিএসজি। একে একে মাঠে প্রবেশ করেন আশরাফ হাকিমি, জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোনারুম্মা, সার্জিও রামোস ও লিওনেল মেসি। দর্শকঠাসা গ্যালারিতে তখন শোভা পাচ্ছিল লিওনেল মেসিকে স্বাগত জানিয়ে নানা ব্যানার-ফেস্টুন। উৎফুল্ল দর্শকদের ‘মেসি মেসি’ ধ্বণিতে মুখর ছিল গোটা স্টেডিয়াম। মাইক্রোফোন হাতে মেসি বলেন, ‘বিশেষ একটি সপ্তাহ কাটলো আমার। প্যারিসে আসার পর আমি যে অভ্যর্থনা পেয়েছি সে জন্য সকলকে ধন্যবাদ দিতে চাই। এটা সত্যিই অবিশ^াস্য। আমি খুবই খুশি ও রোমাঞ্চিত। আমি আশা করি আমরা একসঙ্গে বছরটি উপভোগ করতে পারবো এবং এটাকে আমাদের জন্য দারুণ একটি বছরে রূপ দিতে পারবো।’শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলেননি মেসি। আর পিএসজিতে মেসি অভিষেক নিয়ে তাড়া নেই কোচ মাউরিসিও পচেত্তিনোর। আগেরদিন পিএসজির আর্জেন্টাইন কোচ বলেন, ‘কোপা আমেরিকা আসরের পর এক মাসে মাত্র দুদিন অনুশীলন করেছে সে (মেসি)। আমরা ধাপে ধাপে এগোবো। সে যখন নিজেকে ফিট মনে করবে তখনই অভিষেক হবে তার।’
ফরাসি লিগ ওয়ানের শেষ ৯ আসরে ৭ বারের চ্যাম্পিয়ন পিএসজি গত মৌসুমে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর লিলের কাছে শিরোপা খোয়ায়।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *