প্রশ্ন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

প্রশ্ন

ডায়ালসিলেট ::

মুজিব থেকে শেখ রাসেল
অপরাধ ছিলো কার
নৃশংস এ হত্যাযজ্ঞে
কে পেলো উপকার?
কাদের ছিলো ইশারা আর
কাদের ছিলো হাত
সেই প্রশ্ন ঘুরে ঘুরে ফিরে
ভাবায় দিন-রাত।
দেশ বিক্রি, কালো টাকা
নাকি খুন, গুম
কি কারণে প্রতিশোধ নিলো
পড়ালো শেষ ঘুম?
মিথ্যা বলো না সত্য জানাও
সঠিক ইতিহাস
প্রজন্ম থেকে প্রজন্ম যায়
হারায় নিঃশ্বাস।
দেশ ভালোবাসা, স্বাধীনতা দেয়া
হয় যদি অপরাধ
এমন দোষের দোষী হব আমি
মনে আমরণ সাধ।
লেখক. ধ্রুব গৌতম
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ