প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
ডায়ালসিলেট ::রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন ৫ করোনা রোগী। এর মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। তাদেরসহ মৃতের সংখ্যা ৯০২ জনের দাঁড়িয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭২৮ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫৯ জন। মূলত নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। এ সময়ে ১২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.২০ ভাগ। শনাক্তদের মধ্যে ২৬৪ জন সিলেটের, ১৯ জন সুনামগঞ্জের, ৩৮ জন করে মৌলভীবাজার ও হবিগঞ্জের। সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ২৭১ জন।
তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪১২০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হন ৩০ হাজার ৬৬৭ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৬৫১ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৫৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৮৯৯ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৩৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার মোট সংখ্যা এখন ৩৭ হাজার ৩৭ জন। তিনি জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ৫৫৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech