কোম্পানীগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, যুবক খুন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

কোম্পানীগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, যুবক খুন

ডায়ালসিলেট ::কোম্পানীগঞ্জে ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আসাদুজ্জামান আসাদ (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আসাদ কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে ইজারাবহির্ভূত বালু উত্তোলন চলছে। গত ১৬ আগস্ট বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনগর নতুন বস্তির রফিক বেপারী পক্ষ ও ঢালার পাড় শাহীন, মানিক, নূর আলম পক্ষের মধ্যে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ হয়। এসময় ব্যাপারী গ্রুপের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ