প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
ডায়ালসিলেট ;:সিলেট বিভাগে ফের মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ১১ আগস্টেও ২২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে বিভাগে নতুন করে ৪৭৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ১ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৭৫ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২৩.৫১ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ, সুনামগঞ্জে ১৫ শতাংশ, হবিগঞ্জে ১৮.৪৫ শতাংশ এবং মৌলভীবাজারে ২৯.৭৮ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৪৭৮ জনের মধ্যে ২০০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৮৮ জন, হবিগঞ্জের ৩১ জন এবং মৌলভীবাজার জেলার ১৫৯ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১ হাজার ২২৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৩৪৯ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪১৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৫৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৪১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৪৪ জন, হবিগঞ্জ জেলার ৪৭ জন এবং মৌলভীবাজার জেলার ৯০ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩৯ হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ১৮১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech