শনিবার সিলেটে কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

শনিবার সিলেটে কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা  বিদ্যুৎ থাকবে না

ষ্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (২০ আগস্ট) আজ  জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রকৌশলী মোহাম্মদ ফজলুল করীম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে,  জরুরি মেরামত, সংরক্ষণ ও গাছ-পালার শাখা-প্রশাখা কাটা কাজের জন্য শনিবার বিদ্যুৎ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকাতে শনিবার (২১ আগষ্ট) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকাসমূহে বিদুৎ সরবরাহ বন্ধ থাকিবে সেগুলো হলো – ১১ কেভি ওসমানী মেডিকেল ফিডারের ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবী বাজার, দরগা মহল্লা, মধু শহীদ, মুন্সীপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি এলাকাসমূহ। এবং ১১ কেভি নবাব রোড ফিডারের নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, প্রেসক্লাব, সুবিদ বাজার (আংশিক), কেওয়াপাড়া, মীরের ময়দান, বাংলাদেশ বেতার ইত্যাদি এলাকাসমূহ।

কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হইতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ