ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক তিন বারের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রবীণ বিএনপির নেতা নাজমুল ইসলাম (তারা মিয়া) জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ যোহর রেঙ্গা হাজীগঞ্জ বাজার জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান  মাওলানা মুহিবুর রহমান বুরহান ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, সিলেট জেলা বিএনপির নিবার্হী সদস্য শামীম আহমদসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এর আগে নাজমুল ইসলাম তারা মিয়া শুক্রবার রাত সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়িতে (বীরমঙ্গল) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *