ডায়ালসিলেট ডেস্ক:: দশ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার মধ্যরাত সোয়া ১২টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি লোকমান আহমদ (২০) মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ) তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (মামলা নং (২৩(০৮)২০২১) মামলার আসামি।
এ তথ্য নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা খান জানান, গ্রেফতারকৃত লোকমানসহ কয়েকজন মিলে ১০ বছরের এক শিশুকে ওড়না দ্বারা দুই হাত বেধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মামলা হলে ভিকটিমকে উদ্ধার করে বিধি মোতাবেক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে ভর্তি করা হয়।পরে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি লোকমান আহমদকে গ্রেফতার করেন।গ্রেফতার হওয়া আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *