সিলেট-৩ আসনে ভোটগ্রহণ ৪ঠা সেপ্টেম্বর

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ ৪ঠা সেপ্টেম্বর

ডায়ালসিলেট ::সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের নতুন তারিখ ৪ঠা সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার গণমাধ্যমকে এই তথ্য জানান। এর আগে গত ২৮শে জুলাই ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৬শে জুলাই করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচন ৫ই আগস্ট পর্যন্ত স্থগিত করেছিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ১১ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে মাঠে থাকা প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ